. ফজরে হাওয়ার ঝড়ে বয়ে যায়
  ঐ যে,রহমতের জোয়ার,
  আযানের ধ্বনিতে উঠেছে মুমিন
  আজ জুম্মাহ মোবারক,শুক্রবার।
  ছয় দিন,কর্মক্ষেত্রে হাজার ব্যস্ততায়
  এমনি দিন যায় চলে,
  তবুও মোর মনে,প্রশান্তি জেগে উঠে
  জুম্মাহ মোবারক পেয়ে।
  পবিত্র দিনে,কেটে দিবো নখ গোঁফ
  আরো গোসল সেড়ে,
  মসজিদে যাবো ভাই,সাদা জামায়
  মাথায় টুপি পড়ে।
  আজ দলে দলে মুসল্লী যারা
  মসজিদে করেছে গমন,
  সারি সারি একি লাইনে দাড়ায়
  ধনী গরীব সবাই এখন।
  তাহিয়্যাতুল ওযুর নামাজ পড়ে
  মসজিদের আদব রাখিব বজায়,
  পরম করুণাময় আল্লহর প্রতি
  আনুগত্য থাকিব সর্বদায়।
  ইমামের খোতবা হবে আজ
  কোরআন হাদিস স্মরণ করে,
  জুম্মা ফরজ নামাজ হবে আজ
  মহান রব কে সেজদাহ করে।
               ---///---
  মোঃ রোকন আহমেদ।
  ২৯ শে ফাগুন ১৪৩১ বঙ্গাব্দ।