. কে গো তুমি শোনাও মোরে মৃত্যুর ভয়,
  মোরা জানি,মৃত্যু সত্য,হবে তার জয় !

  দেখ দেখ ভীরুরা,বাঁচিবার তরে,
  নিঃশ্বাস ফেলে ওরা,জগৎ ঘুরে ঘুরে !

  ওরা মনে রাখে,মরিবে না আর,
  কখন কি ভাবে ওরা,জীবন সংক্ষীপ্ত,
  দিতে হবে এ জগৎ পার ?

  শোনো,যাদের মনে আছে অভয়,
  তাদের মনে নেই কোনো,
  মৃত্যুর ভয়ের সংশয় !

  হউক দিন,হউক রাত,ওরা সর্বদা স্মরণ করে,
  যাহা আছে নছিবে,আসবেই,
  তাহা উপর বিশ্বাস রাখে !

  জীবন দিছেন আল্লাহ
  মৃত্যু আছে পাশে,
  ভয় নেই ভয় নেই
  যদি ঈমান থাকে সাথে !
            ---///---
  মোঃ রোকন আহমেদ।
  ১৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।