. অন্যর সমালোচনা করিতে
তাহার ঠোটে পরেনা বাঁধ,
নিজের ত্রুটি দেখেনা সে
যদি আসে সম্মানে আঘাত !
অন্যর গীবত করিতে সে
সদায় নেশায় মগ্ন থাকে,
পরের ভালো কাজ গুলো
চোখের আড়ালে রাখে !
অনিষ্ট মন তাহার
ভোগে নষ্ট মূল জ্বরে,
কিছুই করিতে পারে না
হিংসার অনলে পুড়ে !
পরের সুখে দেখে সে
দুঃখে হয় কাতর,
না পারে বলতে,না পারে সইতে,
সহজ জীবন তার করে ফেলছে পাথর।
------------///--------
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে।
২৫ ডিসেম্বর ২০২০ ইংরেজি।