.       কথা যদি বলতে হয়
        অনেক কথা আছে,
        কিছু কথা বলতে নেই
        কথায় মানা আছে।

        কথায় আছে সত্য মিথ্যা
        কথায় আছে ত্রুটি,
        সত্য কথা চাপা দেয়
        হাজার মিথ্যার জুটি।

        কথার আছে মাধূর্য
        কথা করে সম্বোধন,
        সালাম দিয়ে কথা বলে
        ভদ্রলোকের সম্ভাষণ।

        বোকা লোকের অযুক্তি কথা
        বেঁফাস কথা বলে,
        জ্ঞানী লোক নিরব থেকে
         কথার বিচার করে।

        কথায় আছে পট্রিবাজি
        কথায় খুঁজে যুক্তি,
        সরল মনে বিশ্বাস করলে
        কথায় থাকে ফাঁকি।

        কথায় আছে প্রেম নিবেদন
        প্রেমিক কথা শুনে,
        কথার মধ্যে ভেজাল মিশে
        কথার মাশুল গুনে।
              ----------///--------
        মোঃ রোকন আহমেদ।
        ২৮ জুন ২০২১ সাল।

আসরের প্রিয় কবি আবু কওছর এর ২৭ জুন ২০২১ সালে "কথা" কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে আমার কবিতা সৃষ্টি, তাই আমার কবিতাটি বরেন্য কবি আবু কওছর কে উৎসর্গ করলাম।