.   হিংসা অনলে বাজে তার
    মনের বীণা,
    মুখে বলে শান্তির বাণী
    চোখে তার ক্রোধের ঝর্ণা।

    হিংসা বিদ্বেষ পোষণ করে
    মনের গভীরে,
    সুযোগ সন্ধান পেলে সে
    অপদস্ত করে।

    সামনে এসে সে,আপন বলে
    সম্মোধন করে,
    চোখের আঁড়ালে হয়ে গেলে
    শত্রু ভাবে।
        -------///------
    মোঃ রোকন আহমেদ।
    ৭ জানুয়ারি ২০২২ সাল।