.       রজনী শেষে প্রাতঃকালে
        উঠো মুমিন জেগে,
        আল্লাহ সান্নিধ্য এই তো সময়
        এসো মুমিন মসজিদে !

        মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে
        আকাশে-বাতাসে উঠে,
        বনের পাখি ঘুম ভেঙেছে
        আল্লাহু আকবার ধ্বনি শুনে !

        রজনী শেষে ভোর প্রভাতে
        কিবলা দিকে আমি,
        ফজরের নামাজে সেজদায় আছি
        আল্লাহ কবুল করো তুমি !

        আল্লাহ তুমি শ্রেষ্ট,তুমি মহান
        আমি অপরাধী,
        আমায় তুমি ক্ষমা করো
        এই মিনতি করি !

        সমস্ত প্রশংসা পবিত্র
        আল্লাহ তোমার জন্যে,
        আলো,বাতাস,ফল,ফুল
        আরো দিলে মিষ্টি পানি
        মানুষের জন্যে !

        তোমার নামটি বরকত ময়
        আমি অদমে মনে,
        নামাজে আছি দন্ডয়মান
        তোমাকে ভয় করে !

        তুমি মহান মর্যাদার অধিকারী
        দো-জাহানে বাদশা,
        তোমার কাছে আশ্রয় চাই
        এই অধমের প্রত্যাশা !

        আল্লাহ তোমার কাছে পানাহ চাচ্ছি
        বিতারিত শয়তান থেকে,
        আমি মানুষ,ভুলের উর্ধে নয়
        শয়তান ধোঁকা দিবে !

        পরম করুণাময় আল্লাহর নামে
        শুরু করিতেছি আমি,
        তুমি রহিম,তুমি রহমান
        তুমি আমার অন্তর্যামী !

        যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার
        যিনি সকল সৃষ্টির জগতের পালনকর্তা,
        জ্বীন,ইনছান বৃক্ষ তরু-লতা
        তোমায় করছে সিজদা !

        তুমি নিতান্ত মেহেরবান অতি দয়ালু
        জীবন ভরে পাপ করেছি,
        আমায় ক্ষমা করো প্রভু !

        বিচার দিবসের মালিক তুমি
        আমি অপরাধী,
        আমায় যদি ক্ষমা করে দাও
        তোমার রহমতের নেই কমতি ।

        আমরা একমাত্র তোমার ইবাদত করি
        তুমি আমার মালিক,
        তোমার সাহয্যের প্রার্থনা করি
        বিপদগ্রস্ত আমি।

        আমাকে সরল পথ দেখাও
        আমি এই পথের পথিক,
        সে সমস্ত লোকের পথ
        যাদেরকে নিয়ামত দান করেছো তুমি।

        তাদের পথ নয় যার পথভ্রষ্ট
        তোমার গজবে গেছে ডুবে,
        তোমরা কাছে ক্ষমা চাচ্ছি
        বিচার দিবসের ভয়ে !

        পরম করুণাময় আল্লাহর নামে
        শুরু করিতেছি আমি,
        তুমি রহিম,তুমি রহনান
        তুমি আমার অন্তর্যামী।

        যখন পৃথিবী তার কম্পনে প্রকস্পিত হবে
        সেদিন মানুষ কেউ কাউকে চিনবেনা
        উন্মাদের মতো দৌড়বে।

        যখন তার বোঝা বের করে দিবে
        মানুষ পৃথিবীর সুখ বিলাস ছেড়ে,
        বাঁচার জন্যে চিতকার করবে।

        মানুষ বলবে এর কি হলো ?
        যাহা নাস্তিকরা বিশ্বাস করেনি,
        তখন জানবে কিয়ামত শুরু হলো।

        আল্লাহ তুমি শ্রেষ্ট,তুমি মহান
        আমি অপরাধী,
        আমায় তুমি ক্ষমা করো
        এই মিনতি করি !

        আমার মহান প্রতিপালক পবিত্র
        দিনের প্রহর উজ্জল রেখেছে সূর্য আলোয়,
        আবার বেলা শেষে রজনীর আবরণে
        জগৎ করেছে নিদ্রাময়।

        আল্লাহ তোমার প্রশংসা করে যারা
        তুমি তাদের প্রশংসা শুনো,
        তোমার প্রশংসা শেষ করার নয়
        তুমি মহাজ্ঞানী ন্যায়নিষ্ঠ !

        আল্লাহ তুমি শ্রেষ্ট,তুমি মহান
        আমি অপরাধী,
        ক্ষমা করো আমায় তুমি
        এই মিনতি করি !

        হে আল্লাহ্ আমাকে ক্ষমা করো
        আমার যৌবনকে করেছি অবহেলা,
        আমাকে রহম করো,
        তুমি আমার জীবনদাতা !

        আমার মহান প্রতিপালক মহা পবিত্র
        তিনি পৃথিবী স্হাপন করেছেন,
        সৃষ্টিজীবের জন্য।

        আমার মহান প্রতিপালকের প্রশংসা করি
        এ পৃথিবী মানুষ দিয়েছেন,
        রিজিক দাতা তিনি !  
        -------------///------
        মোঃ রোকন আহমেদ।
        ২০ মে ২০১৯ ইংরেজী।
        লণ্ডন থেকে।