.       হে ! আমার মহান সৃষ্টিকর্তা
        আপনার প্রতি ঈমান এনেছি,
        আপনি তো সৃষ্টি জীবের মালিক
        আমরা আপনার ইবাদত করি !

        আপনার ফেরেস্তাদের প্রতি
        আমরা ঈমান এনেছি,
        ফেরেস্তারা তাদের দায়িত্ব পালনে
        ক্লান্তি ও অবাধ্যতা কখনো হয়নি !

        আপনার কিতাব সমুহের প্রতি
        আমরা ঈমান এনেছি,
        এবং তা থেকে জ্ঞান অর্জন করে
        সুন্দর পরিপূর্ণ দিন খুঁজে পেয়েছি !

        আমরা রাসূলগনের পথ অনুসরন করে
        এই পাপাচার পথ থেকে মুুক্তি পেয়েছি,
        এবং জাতি বিদ্বেষ পরিত্যাগ করে
        রাসূলগনের প্রতি ঈমান এনেছি !

        অবশ্য অবশ্য একদিন কিয়ামত হবে
        সেদিন মহা কম্পনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
        আমরা এই কঠিন কিয়ামতের
        দিনের প্রতি ঈমান এনেছি !

        ভালো মন্দ আপনার তরফ থেকে নির্ধারিত
        আমরা ভালো মন্দ প্রতি ঈমান এনেছি,
        এবং আপনার দিদারের প্রতি আশা রেখেছি !

        হে ! আমার মহান সৃষ্টিকর্তা
        আপনি মানুষকে জীবন দিয়েছেন,
        মানুষ আপনার ইবাদত করবে
        দৈনন্দিন জীবন যাপন করবে,
        এই সময় বেঁধে দিয়েছেন !

        এই স্বল্প সময়ের মানুষের
        কৃতিকর্ম স্তব্ধ করে মৃত্যু দিবেন,
        মৃত্যুর পর আবার মানুষকে
        পুরত্থান করবেন !

        এই জীবন মৃত্যু ;এবং মৃত্যুর পরে
        আবার মানুষকে পুরত্থান করে,
        তার কৃতকর্মে জবাবদিহিতা করাবেন !

        অতএব আমরা জীবন মৃত্যুর-
        পুরত্থানের প্রতি ঈমান এনেছি !
                 --------///--------

        মোঃ রোকন আহমেদ।
        লন্ডন থেকে।  
        ১২ জানুয়ারি ২০২০ ইংরেজি।