. ঈদ ঈদ,মহা উৎসবে
মেতে উঠে সারা বিশ্বয়,
আজ হলো ঈদ !
আজ উদার মনে করে যাও দান,
যত আছে ফিতরা,যাকাত,
কারো মনে রেখনা অভিমান !
আমির ফকির সবাই তো মরা ভাই
কেহ ছোট, কেহ বড় এটা মনে নেই,
মোরা ঈদ গাঁহে নামায পরি
বুকে-বুক মিলাই !
কোরমা পোলাও আজ
হবে যত খানা,
মিছকিনকে বেটে দাও
না করিও মানা !
পাড়ার সবাই আজ
মেতে আছে ঈদ উৎসবে,
দল ভেদে বেরাই মোরা
একে অন্যের ঘরে !
খাজুরের পিঠা আছে
আরো যতো সন্দেশ,
ধই মুড়ি যতো খাবে
ঈদ হবে বেশ !