একটি রূপক কবিতা উপস্হাপনা করে গেলাম।
এই কবিতাটি আমাদের গ্রামের নামের -
পাচটি অক্ষর ব্যবহার করেছি।
গ্রামের নাম লিখতে পাচটি অক্ষর ব্যবহার হয়।
কবিতার পাচটি স্তম্ভে দেখতে পাবেন।
প্রতি স্তম্ভে প্রথম লাইনে,প্রথম শব্দের -
প্রথম অক্ষর গুলি দেখতে পাবেন।
গ্রামেটির নাম খাদিমপুর।
------!!!------
খা
খাতা কলম জ্ঞানের চর্চা
মানুষে করতে হয়,
শিক্ষা গুরু মানুষ কিন্তু
মানুষে থেকে,শিক্ষা দিতে হয় !
দি
দিনের আলো রাতে শেষ
জ্ঞানের কথা রয়,
মূর্খ লোকের বাহুল্য তর্কে
মানু্য বিব্রত হয় !
ম
মহা জ্ঞানী,মহাজন
কথায় প্রমান রয়,
তর্ক নয়,যুক্তি দিয়ে
কথা বলতে হয় !
পু
পুরোনো দিনে বই পুস্তকে
জ্ঞানীজনে জ্ঞানের কথা আছে
আধুনিক যুগে আগডুম বাগডুম
অর্থহীন সৃষ্টি নাশে !
র
রক্ষা করো শিক্ষার আলো
শিক্ষিত করো জাতি,
গুনিজনে কথা লিখ
জ্ঞানের আচঁল পাতি !
---------///---------
মোঃ রোকন আহমেদ।
১৩ ফেব্রুয়ারি ২০২১ সাল।