- আমি কবিতা শোনাব কারে ?
এই শরতের রাতে !
মনেরও কথা গুলি জেগে উঠে
মোর বাকে বসা নদীর কুলে,
আমি কবিতা শেনাব কারে ?
জোছনার আলো বরণ করল
রুপালী ঢেউয়ে করে ঝল মল,
এই শরতের রাতে !
আমি কবিতা শোনাব কারে ?
আমি সারা রাত জেগে বসি
কনে দেখি চাঁদের হাঁসি,
কেন যে করে লুকোচুরি ?
কালো মেঘের সাথে।
এই শরতের রাতে !
আমি কবিতা শোনাব কারে ?
আমি অবাক হয়ে চেয়ে দেখি
এই গোলাপের পাপড়ি
ঝরে পরে গেল,
মৃদু বাতাসে ফুল বাগিচাতে।
মনেরও স্বাদ করি যে গ্রহণ
হাসনা-হেনা ফুলের সুভাষে।
এই শরতের রাতে !
আমি কবিতা শোনাব কারে ?
জোনাকিরা জ্বালায় আলো
এই বনের তরু-লতায়,
পাড়ার সকল সখী ঘুমে গেল,
এই শরতের রাতে !
আমি কবিতা শোনব কারে ?