.   বোবার মুখে ঠোঁট  নড়ে
    কথা বলতে চায়,
    কথার মুখ বন্ধ যখন
    মানুষের দিকে তাকায়।

    কান দুটি বধির যখন 
    আঁড়ি পাতে সর্বদায়,
    অনেক কথা শুনবে যখন
    অনেক কথা হারায়।

    মুখটি তার বোবা যখন
    কথা বলতে পারে না,
    ইচ্ছে করে কথা বলার
    কেউ তো কথা বুঝেনা।

    নাকটি তার ঠোঁটের উপর
    ঘ্রাণ টুকু সে বুঝে ,
    কোনটি ভালো,কোনটি মন্দ
    কাউকে বলতে না পারে।


    হাত দুটি তার কর্মক্ষেত্রে
    কাজে তাহার মন,
    অন্য নিকট হাত পাতেনা
    কাজে থাকে সারাক্ষণ।

    জন্ম থেকে বার্ধক্য এলো
    কেহ শুনেনি কথা,
    রোগব্যধি ধরছে এখন
    মৃত্যুর তার অপেক্ষা।
          -----///-----
    মোঃ রোকন আহমেদ।
    ১৩ জুন ২০২২ সাল।