.       দুঃখ আমার সুখের কাঁটা
        আছে অনন্ত দিন,
        দুঃখ আমার চোখের জল
        আর ঝড়বে কত দিন !

        মেঘের দুঃখ আকাশে ভেসে
        বৃষ্টি ঝড়লে,সুখটি পায়,
        আমার দুঃখ হৃদয়ে গাঁথা
        সুখের সময় চলে যায় !

        পাহাড় দেখি আকাশ প্রানে
        ঝড়ের গতি বুঝতে পায়,
        আমার দুঃখ এতই তিব্র
        কতো স্বপ্ন ভেঙ্গে যায় !

        সুখের আশায় প্রাসাদ করে
        কতো মনোরঞ্জন,
        সুখটি আমার এতই নিষ্ঠুর
        দুঃখে চলে জীবন !

        দুঃখ হলো জীবন সাথী
        দুঃখ মনে লয়,
        সুখে আশায় বিব্রত হলাম
        আমার দুঃখ সংঙ্গী হয় !
                  ------///------

        মোঃ রোকন আহমেদ !
        লণ্ডন থেকে !  
        ১১ ই অক্টোবর ২০১৯ ইংরেজী !