.   পৃথিবীর কিছু মানুষ স্বপ্ন পড়ে
     দীর্ঘ শ্বাস নেয়,
    কারো না কারো অপেক্ষায় !
    আবার,কিছু মানুষ বাস্তবকে
     মেনে নিতে চায় !
    কারণ,বাস্তবতায় সুখ ও প্রেম
    দীর্ঘ স্হায়ী !    
    আবার,কিছু মানুষ ভিক্ষার
    অভিশাপে তার জীবন
    পার করে দিতে চায় !
    আবার,কিছু মানুষ সুখী
    তবুও দীর্ঘ স্বপ্ন আশায় !
          ----///---
    মোঃ রোকন আহমেদ।
    ১৯ জুন ২০১৭ সাল।