.                  ৷ ১।
        কোনো পথে যদি দৃষ্টি পড়ে
        তখন সঠিক পথ কি,না
        তাকে যাচাই করে নাও,
        তখন নিজেকে সমালোচনা
        থেকে মুক্ত করতে পারবে।

        আর যদি অসৎ পথে
        দৃষ্টি পড়ে,
        তাকে পরিত্যাগ করো !

        কেননা অসৎ পথটি
        সারাজীবন তোমাকে
        পথভ্রষ্ট করে রাখবে।

        তখন নিজেকে সমাজে
        অবজ্ঞা করে ফেলবে।

               ৷ ২ ।
        মানুষকে ভালোবাসা
        এটাই মানুষ্যত্ব,
        তবে তোমার ঠোটে নয়
        মানুষকে হৃদয়ে স্হান দাও !

        আর যদি মানুষকে
        অবজ্ঞা করো,
        তবে মানুষ ছোট নয়
        তোমার মানুষ্যত্ব
        তুমি হারিয়ে ফেলছো !
               °°°°°°///°°°°°°

        মোঃ রোকন আহমে।
        মাইল এন্ড ( লণ্ডন থেকে)  
        ২৪ এপ্রিল ২০১৯ ইংরেজী।