. মানুষের দেহাংশে কোনো রোগ
আবির্ভাব হলে,
সে বেঁচে থাকার জন্যে
অনেক চিকিৎসা করে
তার দেহ সচল রাখে !
আবার এই মানুষের মন যদি
রোগে আক্রান্ত হয়,
এখানে চিকিৎসা করার মতো
পৃথিবীতে কোনো চিকিৎসক
আজো জন্মেনি,যে তার রোগটি
নিরাময় করে তুলতে পারবে !
এই রোগটি এমন নির্দয়
মানুষের প্রতি তার,
মানুষ্যত্ব হারিয়ে ফেলে।
————///——-
তাং ০৯/১২/২০১৮ ইংরেজী।
এই কাব্যটি লিখে এটাই বুঝাতে চেষ্টা করতেছি যে,
কোনো কোনো মানুষ অন্যে জনের ভালো কাজ টুকু
মেনে নিতে পারেনা।
কারণ,তার মনে হিংসার আবির্ভাব ঘটে !