১৯/০৬/১৭ইং
-------////-------
এ দুনিয়ায় সুখের আসায়
করছে দালান বাড়ি !
আবার,কারো নিবাস গাছ তলাতে
দেখলাম চোখের পানি !

কেউ বা দৌড়ায় পার্কে পার্কে
শরির চর্চা করে,
আবার কেউ বা দৌড়ায়
পথে-পথে অনাহারে মরে !

কেউ বা যাবে শশান কাষ্টে
জ্বলে হবে ছাই,
আবার কেউ বা যাবে মাটির নিচে
এ দুনিয়াতে তার নাই ঠাই !

নদীর পারে বাঁধলে বাড়ি
বড় আমির ভেবে,
নদীর ভাঙ্গনে করে গেলো
তোমায় ফকির করে !