. যত টুকু দেখার দেখে গেছে
তবু অপেক্ষায় আছে অদেখার,
সূর্যের আলো পশ্চিম দিগন্তে পথে
হারিয়ে যায় বেলা শেষে।
রজনীর আবরণে নিঃশব্দে
দেহটি পড়ে আছে বিছানায়,
অচেতনের মতো।
এ নিশিতে রাজা প্রজা সবাই
গভীর নিদ্রায় পড়ে আছে,
এক মৃত্যুর ভুবনে।
হয় তো বা,কেউ জেগে উঠে
হেসে হেসে,
না হয়,কেউ জেগে উঠে
কেঁদে কেঁদে।
এখানে নেই কারো রাজত্ব
নেই কারো দেহরক্ষী,
শুধু আশায় আকাঙ্খায়
অনেক স্বপ্ন দেখে।
এই ভয়ংকর স্বপ্নটি রেখেছে
গভীর থেকে গভীর নিদ্রায়,
কখন যে জেগে উঠবে
তা কারো জানা নেই।
শুধু অপেক্ষায় আছে
একটি সুন্দর ভোরের।
————///—-
মোঃ রোকন আহমেদ
মাইল এন্ড ( লণ্ডন থেকে )
১১/০১/১৯ ইংরেজী।