- দিন গেল একে একে
মানুষ তারে পুষে,
হারিয়ে গেল সোনার দিনটি
মানুষ তারে খুঁজে !
যত স্বপ্ন করে রত্ন
ভাবে না দিনের গতি,
আজব মানুষ হলো বুড়ো
ধ্যান করে বসি বসি !
আঁধার রাতে ভাবে এ মন
বলবে দিন এলে,
সন্ধ্যা হলে বলে মন
হবে ভোর সকালে !
একে একে দিন যায়
মানুষ তার মূল্য বুঝলনা,
বৃদ্ধ বয়সে দিন হারাইয়া
মানুষ হল বেপানা !