. আমার দিন গেল,দিন গেল ভাই
আমি কিছুই করি নাই।
আমার অল্প বিদ্যায় গল্প বেশী
আমার কাজে গতি নাই।
আমার দিন গেল,দিন গেল ভাই
আমি কিছুই করি নাই।
আমার চাওয়া পাওয়া স্বপ্ন খুঁজি
আমি কল্পনায়তে সময় হারাই।
আমার দিন গেল,দিন গেল ভাই
আমি কিছুই করি নাই।
যে ধরছে ভাই দিনের গতি
তার মন দিয়েছে কাজের প্রতি,
তার সময় ক্ষয় নাই।
আমার দিন গেল,দিন গেল ভাই
আমি কিছুই করি নাই।
আমি নির্বোধ হলাম এ জগতে
বসে ছিলাম মন গল্পতে।
বেলা শেষে ভাবছি ভাই
আমি সময়ে মূল্য দেই নাই।
আমার দিন গেল,দিন গেল ভাই
আমি কিছুই করি নাই।
--------///------
মোঃ রোকনআহমেদ।
লন্ডন থেকে।
তাং ১০ জুন২০২০ ইংরেজি।