আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট
আশ্রয় প্রার্থনা করছি। তারিই আলোকে আমার রচিত এই লেখাটি।
------------------------------------------
আমি বিতাড়িত শয়তান থেকে
আল্লাহর নিকট,
আশ্রয় প্রার্থনা করছি।
শয়তান মানব জাতির চিরশত্রু !
কারণ,আল্লাহ তাআলা তার সৃষ্টির
অনুকূলে মানুষকে উচ্চ মর্যদায়
সম্মানিত করে দিয়েছেন।
আল্লাহ তাআলা যখন ফেরেস্তাদেকে
আদেশ করলেন,
আদমকে সেজদা করো,
তখন শয়তান ব্যতিত সকল
ফেরেস্তারাগণ আদমকে
সেজদা করেছে।
অথচ,দাম্ভিক হিংসুক শয়তান
আল্লাহর আদেশ অমান্য করে,
সে অভিশপ্ত হয়ে যায়।
তখন থেকে শয়তান সীমালঙ্ঘনকারী
অহংকারী,ইসলাম বিদ্বেষী ও
মানব জাতির চিরশত্রু।
শয়তান সম্পর্কে আল্লাহ মানুষকে
সতর্ক করেছেন,মানুষ যেন,
শয়তানের কুমন্ত্রণায় পড়ে জাহান্নামের
দিকে অগ্রসর না হয়।
আর এই জাহান্নাম অতি ভয়ংকর,
যে জাহান্নামে অভিশপ্ত শয়তানের
অনুসারিরা চিরস্থায়ী হয়ে আগুনের
লেলিহান শিখায় জ্বলবে।
আর শয়তান মানব জাতিকে জাহান্নামে নিতে
তাহার চেষ্টার কোনো ত্রুটি রাখেনা।
সে কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতিকে
পাপাচারে দিকে টানবে।
শয়তান মানব জাতির চিরশত্রু
আল্লাহর নিকট শয়তান থেকে,
আশ্রয় প্রার্থনা করছি আমিন।
----------// --------
মোঃ রোকন আহমেদ।
১ নভেম্বর ২০২১ সাল।