.       ওঠরে তরুণ,ওঠরে জেগে
        কিসের করছিস ভয় ?
        অস্তিত্ব তোর রক্ষা করতে
        লড়াই করতে হয়।

        ঐ আকাশে কালো মেঘের
        উঠলো ধূসর ছায়া,
        ঘুর্ণিঝড়ে মানচিত্রে
        করছে এবার ধাওয়া।

        ভাঙ্গিস নারে মনোবল
        ওঠরে এবার জেগে,
        তুই জাগিলে,বীর জনতা
        যুদ্ধ করে মাঠে।

        থাকিস নারে  নিরব তুই
        কেন করিস ভয় ?
        ভয় করিলে নিঃশেষ হবে
        কেমনে পাবে জয়।

        দেশ রক্ষাত্বে এগিয়ে এসো
        ইউনিফর্ম গায়ে গায়ে,
        স্বাধীনতা অক্ষুন্ন রাখতে
        শপথ করো আগে।

        চলরে ও তুই পাগলা ফোলা
        চলরে এবার চল,
        সোনার বাংলা মুক্ত হবে
        মিছিল করতে চল।

        ওঠরে তরুণ,ওঠরে জেগে
        কিসের করিস ভয় ?
        অস্তিত্ব তোর রক্ষা করতে
        লড়াই করতে হয়।
             ------///-----
        মোঃ রোকন আহমেদ।
        ২৬ ফেব্রুয়ারি ২০২১ সাল।