.   ও মানুষের মত মানুষ !
    মানুষ হতে পারেনি,
    সে হিংসা বিদ্বেষে ডুবছে
    মানুষের স্বভাব শিখেনি।

    সে পরের মন্দ করতে
    সদায় ব্যস্ত থাকে,
    ভালো কাজ চোখে পড়িলে
    মুখ কালো করে।

    সে স্বার্থ হাসিল করিতে
    মানুষের দাঁড়ে ভীড়ে,
    মানুষ তাকে চিনে রেখেছে
    সে যায় ভুলে।

    মিথ্যা আশ্বাস দিয়েছে
    কত মানুষের মনে,
    মানুষের বিশ্বাসে আঘত করে
    ভাবিনি পাষাণ মনে।

    সত্যি যদি মানুষ হত
    মানুষের মূল্যায়ণ করে যেতো
    ভুল ত্রুটি মানুষের হয়,মানুষ
    ক্ষমা করে দিতো।
         -----///-----
    মোঃ রোকন আহমেদ।
    ২৭ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।