.       প্রভাত রবি উঠলো জেগে
        আজানে শুনে শুনে,
        কল-কলানি পাখির শব্দ
        উঠলো আকাশ পাণে।

        আঁধার আকাশে আলো দেখি
        রবির রশ্মি পাই,
        স্তব্ধ আকাশ মুক্ত হলো
        বনে পাখি, ঘুমে এখন নাই।

        চোড়ই পাখি কিচিরমিচির
        শান্তির নীড়ে থাকে,
        কোথায় রোদ,কোথায় বৃষ্টি
        নেই তো চিন্তা মনে।

        শিশির বিন্দু ঐ যে দেখি
        পরছে দিঘির পাড়ে,
        কুয়াশার চাদর ছিঁড়ে কৃষক
        চলছে মাঠের ঠানে ।

        সামনে দুটি গরু তাহার
        জোয়াল বাঁধা ঘাঁড়ে,
        লাঙ্গলে ফলায় মাটি খুঁড়ে
        কুসুম রোদে শীত যে গেলো কেঁটে।

        ঘড়ির কাঁটা বেলায় দৌড়ায়
        দুপুর হলো এখন,
        উসনো রোদে ঘাম ঝরে
        কৃষকের দেহে তখন।

        নীল আকাশ  মুক্ত ছিল
        নেই তো মেঘের ভেলা,
        ঘুড়ি উড়ায় আকাশ পাণে
        উত্তাল দখিনা হাওয়া।

        এমনি করে দিন চলে যায়
        প্রকৃতির তার নিয়মে,
        সন্ধ্যা হলো,স্তব্ধ হলো
        সবাই গেলো ঘুমে।
          --------///--------

        মোঃ রোকন আহমেদ।
        ১১ মার্চ ২০২১ সাল।