. বন্ধুগণ !
যুগ যুগ অতিবাহিত হয়ে
চলে গেল অনেক প্রজন্ম।
আজ কালের সাক্ষী হয়ে
দাড়িয়ে আছে নবীন-প্রবীন
ছাত্র শিক্ষক সেতু-বন্ধন।
হযতো ভেবে নিবেন
আমি কবিতা লিখিতেছি,
মোটেই ইচ্ছা নয়
কবিতা লিখার।
কবিতা ভালোবাসি মমতা দিয়ে
কবিতা আমার হৃদের প্রেম,
আমি তাকে শৈশবে থেকে নিয়ে এলেম।
আমি সবাইর মনে তাকে
বিলিয়ে দিতে চাই,
কবিতা প্রেমের প্রতীক
তাকে স্বাদরে গ্রহণ করতে হয়।
তার মাঝে রয়ে গেছে যুদ্ধ
অনেক দুর্ভোগ,অনেক কল্পকাহীনি
আবার অনেক ভয়ংক ইতিহাস।
আমি দেখিয়াছি কালো দিঘির জল।
সে তো মেলেটারি খালের
পাশে পরে আছে,
তার এক পাশে পুরোনো বাজার
আরেক পাশে দাড়িয়ে আছে
কালের সাক্ষী মসজিদ।
আমি দেখেছি কালো
দিঘির অপূর্ব রুপ,
সেই দিঘিতে দল বেঁধে কেঁটেছিল
সাঁতার কিশুরের দল।
তখন মাঝ দিঘিতে
ফুটেছিল শাপলা ফুল।
আমি দেখেছি আমার শৈশব স্মৃতি,
যে বাজারের উত্তর পাশে খেলার মাঠ,
য়েখানে আমি কৈশোর ও
মধ্যেযুগ পার করে দিয়েছি।
আমি দেখেছি আমাদের স্কুল
জীবনের স্মৃতি,
যে স্কুল হয়েছে মানুষ গড়ার কারিগর।
তার অগ্নি-শিখা আজ
আলোকিত অনেক প্রজন্ম।
কেহ হয়েছে ডাক্তার,কেহ দার্শনিক
আবার কেহ হয়েছ্ এই স্কুলের
মানুষ গড়ার কারিগর।
এই সব কবিতার ছন্দ নয়
বাস্তব ছাত্র শিক্ষক সেতুবন্ধন।
হয় তো একদিন আমি চলে যাবো
আপনাদের ছেড়ে,
কিন্তু কালের সাক্ষী হয়ে থাকবে
এই নতুন প্রজন্ম।