বিদায় মানে অনেক কষ্ট
তবু বন্ধু,বিদায় দিতে হয়,
হাজার স্বপ্ন ভেঙে যাবে
তোমার স্মৃতি মনে রয়।

পথে চলা,পথের দেখা
এই তো,একটু সময় খানি,
আমরা কেহ স্হায়ী নয়
আছে,দুঃখ কষ্টের গ্লানি।

স্মরণ করিও,আমায় বন্ধু
স্মৃতির খাাতা খুলে,
তোমার আমার যত কথা
স্ব যত্নে রাখিবে মনে।

আজ আমার বিদায় বেলায়
কেনো এতো সমাহার ?
ইতি কথা বলে গেলাম,
ফিরে আসিবো না তো আর।

ফিরে আসিবো না তো আর,
ফিরে আসিবো না তো আর।
          ---///---
মোঃ রোকন আহমেদ।
২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ।