. সময় আর মানুষের আয়ু একত্রে চলে !
অথচ মানুষ বেকুব,
মানুষ সময়ের সাথে চলতে গিয়ে
সময়কে হারিয়ে ফেলে,
তখনই মানুষ,সময়ের কাছে
অসহায় বোধ করে !
কাল্পনিক চিন্তা দ্বারায়,বাস্তবিক কাজের,
বিঘ্নতা আসে !
অথচ মানুষের উচিত,
বাস্তব সময়ের কাজের দিকে
গুরুত্ব সহকারে অগ্রাধিকার দেয়া !
---///---
মোঃ রোকন আহমেদ।
২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ।