. ধূ ধূ বাতাসে কেঁপে ছিল
বনের তরুলতা,
ফোটে ছিল শিমলের ফুল
সাড়াটা গাঁ।
দিনের প্রহরে কুকিল ধরেছে গান
দুর মাঠে রাখালের গরু চড়া চড়ি
আর শুনে ছিলাম সমধুর বাশির টান।
দেখে ছিলাম সেই দিন
রূপালী ধুলুতে পড়ে আছে,
সোনালী আমের বকুল
সীম গাছে চরই পাখি নেচে
আনন্দে হয়েছিল ব্যাকুল।
মেঘের লুকোচুরি খেলেছিল
বাতাসে বাতাসে,
রৌদ্র জেগে উঠেছে ভীষন তাপে।
দিনের প্রহরের শেষে রাত্রির শুরু
কখনো নিদ আসেনি গো,
দেখেগেছি জোনাকির আলো।
কালের সাক্ষী তুমি আজ মোর
মনে জেগে উঠিলে,
আমি তো আজ সুদুর প্রবাসে
জীবনের প্রয়োজনে।
অতীতের সেই মধূময় স্মৃতি গুলি
পড়ে মোর মনে,
আমি আজ প্রবাসে আছি
বন্দী জীবনে।
যদি কারো মনে পড় মোর
অতীতের স্মৃতি দিন গুলি,
বন্ধু তুমি লিখে যেও মোর
সেই হারানো স্মৃতি গুলি.।