. খাতা,কলমে জ্ঞান অর্জন
ছাত্র শিক্ষকের আছে প্রয়োজন।
শিক্ষক গুরু মানুষ ভাই
শিক্ষক থেকে জ্ঞান পাই।
শিক্ষক গুরু প্রশ্ন করে
খাতায় কলমে,
প্রশ্নর উত্তর লিখে।
সাংবাদিকের কলম আছে
সত্য, মিথ্যা যাচাই করে,
ন্যায়নিষ্ঠ সংবাদ লিখে।
ব্যবসা খাতে কলম আছে
হাল খাতায় হিসাব রাখে।
বৎসর শেষে হিসাব খুঁজে
খাতায় লেখা প্রমান করে ।
ডাক্তার হাতে কলম আছে
সকাল,বিকাল রোগী দেখে,
পেটে ব্যথা মাথায় ব্যথা
প্রেসক্রিপশনে ঔষধ লিখে।
পুলিশের হাতে কলম আছে
বাদী কথায় মামলা লিখে,
ভিন্ন ধারায়,ভিন্ন মামলা
কোর্টে নিয়ে চালান করে।
কোর্ট কাচারি কলম আছে
উকিল মক্কেল তর্ক করে।
বিচারপতির থাকিয়ে রয়
কারও মুক্তি,কারও ফাঁসী
আবার কারও জেল হয়।
কবির হাতে কলম আছে
মানবতার মুক্তি লিখে।
আবার ফুলের পুষ্পয় মুগ্ধ হয়ে
প্রকৃতির প্রেমে কবিতা লিখে।
মুখের কথার শক্তি নয়
খাতা কলম অস্ত্র হয়।
-----///-----
মোঃ রোকন আহমেদ।
৬ মার্চ ২০২১সাল।