.   ওহ ! ঝির ঝির বাতাসে
    ওহো,ওহো, কাশি,
    মাঘে শীতে হাড় কাঁপে
    গায়ে,ছেঁড়া নক্সী।

    ঠোঁটা ফাটা ঘর খানি
    ঘরে ছাল ভাঙ্গা,
    শিরশির বাতাসে
    করে শরীর ঠান্ডা।

    নিঝুম রাত এখন
    কোথায় কারো দেখা নেই,
    ঘন কালো আঁধার রাতে
    ঘরে কোনো তাপ নেই।

    বুড়ো দাদুর ঘুম নেই
    উঠে বসে চকিতে,
    মশার কামড়ে অতিষ্ঠ
    মশা মারে তালিতে।

    হিম শীতল বাতাসে
    নড়ে দেখো বনলতা,
    কাচা পাতা লতায় দোলে
    ঝরে পড়ে মরা পাতা।

    রাত শেষে মুয়াজ্জিন
    উঠে বসে চকিতে,
    আযান দিবে ফজরে
    যাবে এখন মসজিদে।

    ঘুমে অলস শরীর তাহার,
    যখন হলো সবল,
    মিনারে দাড়িয়ে বলে
    আল্লাহু আকবর।
    আসসালাতু খাইরুম -
    মিনান নাউম।
            ----///----
    মোঃ রোকন আহমেদ।
    ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ।