. পরনিন্দা কেন তোমার মনে
সমাজে মানুষ যারা আছে,
সবাই তো দোষে গুণে !
শুদ্ধ করিতে নিজেকে
আগে শিখে এসো ভাই,
তুমিও দোষে গুণে মানুষ ছিলে
অতিতে খুঁজে দেখো তাই !
মানুষের কাজে ও কথায়
ভুল ত্রুটি ও সঠিক হবে,
এটাই তো মানুষের স্বভাব
কাজ চলে তার কাজের গতিতে !
যোগ্যতা আছে মুখে বলা ঠিক নয়
কাজে তোমার প্রমান রেখে যাও,
একটাই তোমরা যোগ্যতা
কাজে যেন কোনো ত্রুটি না নয় !
দাম্ভিক মন তোমার কেন
বার বার পরনিন্দা খুঁজে ?
মানুষ থেকে ভালোবাসা শিখে নাও
মানুষের সাথে চলে !
--------///--------
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে।
প্রকাশ ২৭ ডিসেম্বর ২০২০ ইংরেজি।
সময় রাত ১১ টায়।