- মন চিনলে যারে--
বলোনা সে কোন রুপের।
বহু রূপি মানুষ গুলি ;
এই সংসারেতে বাস করে !
মন চিনলে যারে-
বলোনা সে কোন রুপের।
কারো রুপে মনটা পাগল
দেখলে শুধু জনম ভরে।
সেই রুপে যে ঢুবে গেল
জমের ঘরের তালা খুঁলে !
মন চিনলে যারে-
বলোনা সে কোন রুপের।
চামড়া রুপটা ধরে নিলো
কেহ বলে সাদা কালো।
হৃদয় রুপটা না খুঁলিলে
মানুষ চিনবে কোন রুপে !
মন চিনলে যারে—
বলোনা সে কোন রুপের