সৌন্দর্য যখন প্রকাশ হয়,তখন মানুষে দেখার
অনেক আগ্রহ হয়। সৌন্দর্য দুই প্রকার।
একটি মহান আল্লাহতালা সৃষ্টি, প্রকৃতির সৌন্দর্য।
অন্যটি মানুষের তৈরী আর্টিফিশিয়াল সৌন্দর্য।
আর্টিফিশিয়াল সৌন্দর্য হলো বাড়ি,গাড়ি,
উচুঁ অট্রালিকা,জামা কাপড়,রূপসজ্জা।
এ গুলো কখনো দীর্ঘ স্হায়ী নয়।
রূপসজ্জা কয়েক ঘণ্টা পর চেহেরা
মলিন হয়ে গেলে সৌন্দর্য হারিয়ে ফেলে।
জামা কাপড় ছয় মাস থেকে বছর কয়েক পর ছিড়ে গেলে,নতুবা জামার রং মলিন হয়ে গেলে
সৌন্দর্য হারিয়ে ফেলে। বাড়ি,গাড়ি,
অট্রালিকা কয়েক বছর নতুবা সেঞ্চুরি পর বিলীন হয়ে গেলে এই সৌন্দর্য অস্তিত্ব আর নেই।
মহান আল্লাহ সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য পৃথিবীতে দীর্ঘ স্হায়ী করে রেখেছেন মানুষের জন্য। এই প্রকৃতির সৌন্দর্য হলো, আসমান,জমীন,পাহাড় সাগর,সবুজ বৃক্ষ তরুলতা,অপরূপ সুন্দর ফুল, পাখি,মেঘ বৃষ্টি বাতাস আগুন,আরো কত অজানা। আর এই প্রকৃৃতি সৌন্দর্য মানুষের
কল্যানে, আল্লাহ তাআ'লা পৃথিবীতে
স্হাপন করে রেখেছেন।
মহান আল্লাহতালা কাছে,
আমরা মানব জাতি চিরকৃতজ্ঞ।
---------মোঃ রোকন আহমেদ।
১ জুন ২০২২ সাল।