. জগৎ তো স্বর্গ নয়
তার প্রেমে আছে মন !
যদি সে স্বর্গ হতো
খুঁজে নিত জ্ঞানী জন।
কত স্বাধক, কত জ্ঞানী
দেখে গেল স্বর্গের মেলা !
সেঠা নিয়ে মারা-মারি
চলিতেছে বাজিকরের খেলা।