.           জীবনের যত সুখ ব্যথা যায়
            এই বৃদ্ধাশ্রমে,
            কালের সাক্ষী দাড়িয়েছে
            আজ বার্ধক্য জীবনে !

            অসহায় জীবন বুঁদ করে
            আপন জন ঘরে রেখে !

            জীবনে শেষ অর্জন টুকু
            সকলে নিলও সমান ভাবে !

            আজ কেন এলো
            এই অভিশাপ,
            আমার বার্ধক্য জীবনে !

            এখন বাকি টুকু জীবন
            দিতে হবে বৃদ্ধাশ্রমে !