. কালের অপেক্ষায়,আছি বসে
উদয়ের সূর্য্যে থেকে,
প্রতিটি প্রহর দেখি গুনে গুনে !
দিনের সব ক্লান্তি টুকু
গোধূলি সন্ধ্যায় নিয়ে আসে,
তবুও কালের অপেক্ষায়,আছি বসে !
নির্জনে কে যেন আমায় আজো
বারে বারে ডাকে,
পারিনি গো তার ডাকে সাড়া দিতে !
এই কুৎসিত মাতাল খেলায়
আমায় আজো রেখেছে,
কে যেনো বেঁধে !
খুঁজেছি গো তাকে,ঊষার প্রভাতে
শুনেছি শুধু তার মুখে,
কতো যে আশার বাণী !
বেলা শেষে সব যায় ভুলে
পশ্চিমে দিগন্তে পথ দেখে !
নদীর প্রবাহ আসে বর্ষার জলে
সময় তো যায়নি গো,
কখনো তাকে ভুলে !
আজ যৌবন থেকে মৃত্যের পথে
কতো আশা আঙ্খায় নিয়ে
আজো আমি আছি বেঁচে !
আর কতো কালের
অপেক্ষায় থাকি ?
হে বন্ধুঃ হয়তো তোমার,কাল আসবে
তোমার আর্শীবাদ নিয়ে !
কখনো করিও না তাকে অবহেলা
নিয়ও গো তাকে তুমি পুষে !
হয় তো আমার কাল আসবে
আমার অকাল হয়ে,
তখন আমার আশা আকাঙ্খা
স্তব্ধ হয়ে যাবে পড়ে !
হে বন্ধুঃ সে দিন তুমি দেখবে
আমি হেরে গেছি,
কালের কাছে !
কিন্তুুঃ আমি কখনো হেরেনি গো
আমার আশা,আকাঙ্খা
জেগে আছে,
কোনো এক কবির কলমে !
তবুও কালের অপেক্ষায়,আছি বসে ।
---------///-----
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে।
১৪ অগাস্ট ২০১৯ সাল।