.       মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন
        আহবান করেছে নামাজে,
        উঠেছে আজানের ধ্বনি
        আকাশে বাতাসে !

        আল্লাহু আকবার আল্লাহু আকবার !

        ঘোষণা করেছে এক আল্লাহ
        নেই তার শরিক,লা-শরিক আল্লাহ !
        আল্লাহু আকবার আল্লাহু আকবার !

        কে তুমি মুয়াজ্জিন ?
        তোমার কণ্ঠে ধ্বনিতেছে,
        আল্লাহ আকবার আল্লাহু আকবার !

        মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন
        হৃদয় জুড়ানো সুমধূর কণ্ঠে ধ্বনিত হলো,
        আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুল উল্লা !
        সাক্ষী দিতেছে আল্লাহর প্রেরিত রাসূল তিনি !

        কে তুমি মুয়াজ্জিন ?
        শুনালে এমন সু'মধূর নামটি !

        মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন
        আহবান করেছে নামাজে,
        উঠেছে আজানের ধ্বনি
        আকাশে বাতাসে !

        এসো মুমিন,দলে দলে নামাজে
        রাজা প্রজা সবাই সমান,
        মসজিদে ডুকে পড়ো নতশিরে !

        কে তুমি মুয়াজ্জিন ?
        আল্লাহ সাান্নিধ্য ডাক দিলে মোরে !

        মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন
        আহবান করেছে কল্যানের পথে,
        উঠেছে আজানের ধ্বনি
        আকাশে বাতাসে !

        হে মুমিন গণ,আর নয় জাহিলি
        যত যাবে দিন,পড়ে যাবে বিষাদে,
        ঘোষণা করেছে,হে মানব জাতি
        ফিরে এসো কল্যাণের পথে !

        কে তুমি মুয়াজ্জিন ?
        আহবান করেছো মোরে
        কল্যাণের পথে !

        মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন
        আহবান করেছে নামাজে,
        উঠেছে আজানের ধ্বনি
        আকাশে বাতাসে !

        আমি গভীর নিন্দ্রায় ডুবেছি
        আহঃ কি হৃদয় জুড়ানো
        নানাজের আহবান শুনিতেছি !

        ঘোষণা করেছ তুমি  
        ঘুমের চাইতে নামাজ ভালো,
        শুনেছি আমি !

        কে গো তুমি ?  মোর হৃদয়ের মানিক
        ঘুম থেকে জাগিয়ে দিলে মোরে,
        আসিতেছি খোদার সান্নিধ্য মসজিদে আমি !

        মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন
        আহবান করেছে নামাজে,
        উঠেছে আজানের ধ্বনি,
        আাকাশে বাতাসে !

        আল্লাহ আকবার আল্লাহু আকবার !
        ঘোষণা করেছে এক আল্লাহ,
        নেই তার শরিক, লা-শরিক আল্লাহ !

        আল্লাহু আকবার আল্লাহু আকবার !

        কে তুমি মুয়াজ্জিন ?
        আহবান করেছো নামাজে,
        উঠেছে আজানের ধ্বনি  
        আকাশে বাতাসে !
               °°°°°°°///°°°°°°°
        মোঃ রোকন আহমে !  
        মাহইল এন্ড ( লণ্ডন থেকে)
        ০৯ এপ্রিল ২০১৯ ইংরেজী !