* আমি চিনবোনা তারে ;
আয়নাতে বহু রূপে মানুষ
সময়ে বদলে আসে।
দিন যে গেল,গুণে গুণে
পঞ্চাশের উর্ধে ;
কালো চুল আজ সাদা হলো
আমার চশমা চোখে পড়ে।
আমার মুখের শোভা
দাঁত গুলি আজ পড়ে গেল ;
মুখটি শুকনা করে ।
কত রূপে দেখলাম আমি
কত মানুষ যে ;
কারো রূপ রইলনা আজ
মানুষ হলো বুড়ো যে।
আয়না সামনে রেখে
আমি ভাবি মনে মনে ;
আমার রূপ তো
ছিনলামনা আজ;
আমি গেলাম ভুলে।