. ঊষার প্রভাতে,নুরের জ্যেতি
বিলিয়ে দেয় যে,ঐ প্রহরে,
আয়রে মুমিন,আয় তুই
আয়রে ফিরে মসজিদে !
আল্লাহু আকবার,আযানের ধ্বনি
বুলবুলি শুনেছে,কাঁনে কাঁনে,
আয়-রে উড়ে,ঐ বুলবুলি
সুরেরও বাহারে !
ঊষার প্রভাতে,নুরের জ্যোতি
বিলিয়ে দেয় যে,ঐ প্রহরে,
আয়রে মুমিন আয তুই
আয়রে ফিরে মসজিদে !
আল হাদী,পথ প্রদর্শক
আয়রে পাপী তার মসজিদে,
এনে দিবে দিনের পথে
এসো ফিরে মাসজিদে !
ঊাষার প্রভাতে,নুরের জ্যোতি
বিলিয়ে দেয় যে,ঐ প্রহরে,
আয়রে মুমিন আয় তুই
আয়রে ফিরে মসজিদে !
আন নাফী,কল্যায়ণকারী
আয়রে ফিরে বদনসীবি,
নাফী দিবে জীবন তোমায়
পাঠ করে কোরাআনের বাণী !
ঊষার প্রভাতে,নুরের জ্যোতি
বিলিয়ে দেয় যে,ঐ প্রহরে,
আয়রে মুমিন আয় তুই
আয় ফিরে মসজিদে !
আল মুগনী,রজনী বেলায়
ডাকছে কে আছো অভাবি,
দিবে এবার,ও তোর অভাব মোচে
যারে মিসকিন সেজদায় তুমি !
ঊষার প্রভাতে,নুরের জ্যোতি
বিলিয়ে দেয যে,ঐ প্রহরে,
আয়রে মুমিন আয় তুই
আয়রে ফিরে মাসজিদে !
আল গানী,সম্পদশালী
বিলিয়ে দেয ঐ প্রহরে,
নে-রে ফকির,হাত বারিয়ে
গানী সম্পদ নেই যে কমতি !
ঊষার প্রভাতে,নুরের জ্যোতি
বিলিয়ে দেয় যে,ঐ প্রহরে,
আয়রে মুমিন আয় তুই
আয়রে ফিরে মসজিদে !
ঊষার প্রভাতে,নুরের জ্যোতি
বিলিয়ে দেয় যে,ঐ প্রহরে,
আয়রে মুমিন আয় তুই
আয়রে ফিরে মসজিদে !
---------///----
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে।
২৫ জুলাই ২০১৯ ইংরেজি।