. আষাঢ়ের মাসে আকাশ শাজে
কালো মেঘে ঝাক,
অবিরত বৃষ্টি পরিতেছে,
দেখলাম সারা রাত।
টপ টপ বৃষ্টি পড়ে
এই অলস রাতে,
জোনাকিরা আলো দেয়না
হারিয়ে গেছে বনে !
গভীর রাতে জলের স্রোতে
ভাসছে পুকুরের পার,
মাছ গুলি চলে এলো
লেবু গাছের তলায় !
পুকুর প্লাবন,উঠান প্লাবন
শোকনো মাটি নেই,
কেছু গুলি উঠে আসলো
বারিন্দাতে তাই !
শিয়াল মামা করেনা যে
হাক-ডাক বনে,
সে যেন আজ ঘুমিয়ে গেল
গহীন বনের গর্তে !
মেঘের আড়ালে হারিয়ে গেল
জোছনার যত আলো,
সারাটা রাত তাও বুঝি আজ
ভুতের ভয়ে গেল।
—————————///——-
রোকন আহমেদ।০৪/১০/16ইং