.       আমার জানা নেই,তুমি আসবে
        যদি আগে জানতাম,
        রেখে দিতাম ফুল গুলি !

        মালতী এসেছিল ফুল গুলি
        কুঁড়ে নিতে,
        দিবে তার প্রিয়ার হাতে
        আমায় করে মিনতি !

        আমার জানা নেই,তুমি আসবে
        যদি আগে জানতাম,
        বলে দিতাম মালতীকে
        তুমি আসবে !
  
        শিল্পী এসেছিল তুলি হাতে
        কত ছবি একে গেছে,
        বিনোদনে বসে !

        আমার জানা নেই,তুমি আসবে
        যদি আগে জানতাম,
        শিল্পীকে বলে দিতাম
        তুমি আসবে !

        শিল্পী খুঁজে ছিল তোমায়
        ছবি একে দিবে বলে,
        তুমি এসোনি জেনে
        চলে গেছে সে অভিমানে !

        আমার জানা নেই,তুমি আসবে
        যদি আগে জানতাম,
        হয় তো শিল্পীকে আমার -
        হৃদয়ে ধরে রাখতাম !

        আমার জানা নেই
        তুমি আসবে !