. যে যেতে চায়,যেতে দাও
বারণ করনা তাকে,
মনে তার ক্ষোভের বোঝা
ফেলে আসুক না দূরে!
বুঝবে যেদিন,আসবে সেদিন
ভুলের মাশুল গুনে,
ক্ষোভে তার মর্যাদা ক্ষুন্ন
মন ছিল তার, দ্বিধাদ্বন্দ্বে !
বলতে চায়,বলতে দাও
চুপ বলনা তাকে,
মনে তার অনেক কথা
আপন জেনে বলে !
৷ ----///----
মোঃ রোকন আহমেদ।
২৪ জানুয়ারি ২০২২ সাল।