.       মনের ক্ষোভে প্রতিশোধ নেওয়া
        মোটেও কাম্য নয়,
        সময়ের অপেক্ষা করো
        কারণ সে তো মানুষ,
        তার ভুল হবেই।

        তার ভুল তাকে সংশোধন
        করতে অপেক্ষা করো।

        যদি সে কখন অন্য কোথায়
        বিপদগ্রস্ত হয়,
        তাকে বিনা শর্তে সাহায্যে
        এগিয়ে এসো।

        বিপদে প্রতিশোধ নেওয়া
        মোটেও কাম্য হয়।

        মানবিক সাহায্যে মানুষের প্রাপ্য 
        মানুষের কাছে।
        কারণ সে তো মানুষ।
        তার ভুল সে শুধরে নিয়ে,
        লজ্জিত হবে।
             ------///----
        মোঃ রোকন আহমেদ।
        19 ফেব্রুয়ারি ২০২১ সাল।