. আমি আবেগ বশত হয়ে
আমার চোখের অশ্রু
অঝোরে ফেলতে পারি।
অথচ;আমার বিবেকে কাছে
আমি প্রশ্ন রাখি,
সমাজে যত অন্যায়,অবিচার দেখে
আমি কেন নিশ্চুপ থাকি ?
আমি কি দোষী ?
আমি প্রতিদিন,প্রতিরাত দেখি,
হাজারো মানুষের আর্তনাদে,
আকাশের বাতাস কালো মেঘে
ধূসর ছায়ায় বাঁরি।
অথচ;আমার বিবেকের কাছে
আমি প্রশ্ন রাখি,
ওরা তো শ্রমিক,ওরা এ দেশের নাগরিক
ওদের বুকে কেন পড়ে গুলি ?
আজ আমার প্রতিবাদ নেই,
আমি কেন নিশ্চুপ থাকি ?
আমি কি দোষী ?
আমরা স্বাধীন দেশের নাগরিক
আমার কেন মৃত্যুর ভয় বুকে রেখে
মিছিল করি ?
আমার বাকস্বাধীনতা খুঁজতে গিয়ে
গুমের ভয়ে দিন রাত
আমি পেরেশানী করি।
অথচ;আমার বিবেকের কাছে
আমি প্রশ্ন রাখি,
পৃথিবীর কোনো দেশে দেখেছ
থানায় থানায় পুলিশের হাতে মিশিগান
জনগণকে দেখায় ভয়ভীতি।
অথচ;আমি নিশ্চুপ
আমার প্রতিবাদ নেই,
আমি কি দোষী ?
--------///--------
মোঃ রোকন আহমেদ।
১৯ এপ্রিল ২০২১ সাল।