.       সেদিন তুমি আমাকে চিনতে
        পারোনি বলে,
        আমি অনেক দুঃখীত !

        কিন্তু আমি তোমাকে চিনতে
        পেরেছি বলে,
        তোমার সৌরভে আমি  মুগ্ধ !

        আমি তোমাকে সেদিন দেখেছি
        আলতা পায়ে,
        গাঁয়ে হাঁটো আঁকা বাঁকা পথে
        চপল পায়ে !

        এই উসম রোদে তোমার
        ঘাম ঝরা বদন দেখে,
        আমি অনেক মুগ্ধ।

        এ যেন তোমার ঘামের স্রোত
        ঝর্ণার মত,
        আমার স্নান করতে ইচ্ছে যাগে !
                  -------///------
        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        ০৪ ডিসেম্বর ২০২০ ইংরেজি