. এমন এক আজব দুনিয়া
আজও বুজলে না,
মানুষ আসে মানুষ যায়
মানুষ চিনলে না।
পিতা-মাতা সবাইর আছে
রেখে গেলও বংশের দ্বারা,
পুত্র সুখটা ভুগ করে
ওরা যাবে চলে।
স্বামী আছে স্ত্রী আছে
করছে প্রেম বিনোদন,
সুখের আশা বাঁধল সংসার
চলে যায় একজন ছেড়ে,
আরেক জন।
ধান্দা বাজির দুনিয়াতে
আছে রঙ্গের খেলা,
এই খেলাতে মন বসেছে
গুত্র-গুষ্টি নিয়ে
আতীয় স্বজন দেখা হলে
রক্তের সর্ম্পক বুজে,
মানুষ গুলি এতই বেকুপ
এ দুনিয়া ত্যাগ করিলে
সর্ম্পক যায় ভুলে ।
এ দুনিয়া ঘোরে দেখলে
আর কি রইল বাকি,
কেহ আপন কে পর
সবাই যাবে ভুলি।
আল্লাহ তালার সৃষ্টির কোলে
ও মানুষ তুমি আসলে ভবে,
এ দুনিয়া ত্যাগ করিলে
সংঙ্গী বিহীন কবরতে।
এখনো মানুষ সময় আছে
এসব যাও ভুলে,
দয়াল আল্লার খুঁজ কর
মৃত্যুর পরে শান্তি পাবে,
আল্লার আরশ দেখে।
———-///——-
মোঃ রোকন আহমেদ।
মাইল এন্ড ( লণ্ডন থেকে )