. আল্লাহু আকবর আল্লাহু আকবর
ফজরে আযানে ধ্বনি শোনো
আল্লাহু আকবর।
আল্লাহু আকবর,আল্লাহু আকবর
আকাশে বাতাসে ধ্বনিত হলো,
আল্লাহু আকবর।
আল্লাহু আকবর আল্লাহু আকবর
বেঁচে আছি আল্লাহর দয়ায়,
আল্লাহু আকবর।
আল্লাহু আকবর আল্লাহু আকবর
আমার ক্ষুধা নির্বাণ করে দাও
আল্লাহু আকবর।
আল্লাহু আকবর আল্লাহু আকবর
তোমার বাতাসে নিঃশ্বাস পাই,
আল্লাহু আকবর।
আল্লাহু আকবর আল্লাহু আকবর
এশার আযানের ধ্বনি শোনে,
নামাজ পড়ে,নিদ্রায় যায় মুমিন
আল্লাহু আকবর।
আল্লাহু আকবর আল্লাহু আকবর
মুমিনে হৃদয়ে উদয় হয়,
আল্লাহু আকবর।
-----///-----
মোঃ রোকন আহমেদ।
৮ ফেব্রুয়ারি ২০২২ সাল।