.       গেছে দিন,ছিল ভালো
        স্মৃতির খাতা খুঁজে,
        কত সুখ,কত দুঃখ দেখে 
        চোখের পানি মুছে !

        দেখে মন,হাসে সে
        ছিল কত সুখে,
        সুখে,দুঃখের সময় টুকু
        গাঁয়ে গেছে কেটে !

        কত কথা শুনেছে মন
        কত লোকের মুখে,
        কিছু কথা আজও তার
        গেঁথে আছে মনে !

        কত মানুষ দেখার ছিল
        আশা ছিল মনে,
        কিছু কথা বলার ছিল
        সময় গেছে চলে ! 

        কত খেলা করে গেছে
        শৈশব,কৈশোর কালে,
        খেলার সাথি যারা ছিল
        কেহ আছে বেঁচে,
        কেহ গেছে মরে।

        কত স্মৃতি,দেখে শুধু
        ফটো এলবামে,
        কাছের মানুষ আজ নেই
        স্মৃতির খাতায়  দেখে !

        গেছে দিন,ভাবে মন
        আর কি আসবে ফিরে ?
        গেছে দিন,ছিল ভালো
        আসবে না গো ফিরে ! 
               ----///----

        মোঃ রোকন আহমেদ।
        ২৪ ফেব্রুয়ারি ২০২১ সাল।