* জীবনের অনেক রহস্য
শিশু থেকে কিশোর ;
মা-বাবার লালিত স্বপ্নের সাধ !
কিশোর থেকে যুবক
উত্তাল এই সময় টুকু ;
জীবন গড়ার উৎসে মেতে উঠে !
যুবক থেকে বৃদ্ধ
বিবাহিত জীবনে ;
সুখে দুঃখে সংসার গড়ে উঠে !
তার ধারাবাহিকতায় ;
সময় চলে সময়ের পথে !
সেখান থেকে নিয়ে যায় অবসরে ,
মানুষ চলে আসে শেষ প্রান্তে !
জীবনের অনেক রহস্য
থেমে গেলো পরাজয় মেনে
মৃত্যুর অপেক্ষায় ;
আজ জীবন স্তব্ধ !