. এবার জ্বলছে দাবানল
ভয় নাইরে ভয় নাই,
চলরে চল চল !
যেখানে নেই মানবতা
কে দিবে তোর স্বাধীনতা,
আমাকে তুই বল !
এবার জ্বলছে দাবানল
ভয় নাইরে ভয় নাই,
চলরে চল চল !
ক্ষোভের আগুনে জ্বলছে দেশ
আর কত চলবে
সীমাহিন অত্যাচার,
আমাকে তুই বল !
এবার জ্বলছে দাবানল
ভয় নাইরে ভয় নাই,
চলরে চল চল !
আমি আজ করছি বিশ্ব জয়
আমার মনে কিসের ভয়,
আমাকে তুই বল !
এবার জ্বলছে দাবানল
ভয় নাইরে ভয় নাই,
চলরে চল চল !