শুধু তুমিই পারো আমায় আগলে রাখতে
কোমল স্পর্শে উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরে,
শুধু তুমিই পারো তোমার মায়াবী চাদরে
ভীষণ আদরে, যতন করে, জড়িয়ে রাখতে,
আমার পুরোটা তোমার মনের মতো করে
আমার মনটা তোমার মায়ায় জড়িয়ে।
পাইনি খুঁজে কখনও তোমার মতো আপন
জেনো আমার আরেকটা শরীর তোমার মাঝে,
তোমার রঙ, বর্ণ, ঘ্রাণ প্রতিটি পায়ের শব্দ
সবটা আমাকে বাঁচিয়ে রাখে, তোমাকে ছুঁতে।
আমি ভেসে যাই, শুকিয়ে যাই, আবার ডুবে যাই
বারে বারে তুমি জেনো পূর্ণ হয়ে আমাকে ছুঁয়ে দাও
আর ঠিক আমি ফিরে আসি তোমার হাসি দেখে
যতোটা পথ হেটে পার হই অনুপ্রেরণা বুকে তোমাতে,
অর্থ ময় জীবন আমার সবটা তোমাকে পেয়ে
ছেড়ো না হাত আমি তোমারি জন্য আঁচি বেচে।
পাইনি খুঁজে কখনও তোমার মতো আপন
জেনো আমার আরেকটা শরীর তোমার মাঝে,
তোমার রঙ, বর্ণ, ঘ্রাণ প্রতিটি পায়ের শব্দ
সবটা আমাকে বাঁচিয়ে রাখে, তোমাকে ছুঁতে
Rukon